NEP-2020 অনুযায়ী স্নাতক স্তরে (U.G.) ভর্তিসংক্রান্ত বিজ্ঞপ্তি – ২০২৩
- ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম সেমেস্টার-এ (কলা ও বিজ্ঞান বিভাগে) ভর্তির জন্য অনলাইনে আবেদনপত্র পূরণ করা যাবে 01.07.2023 থেকে 15.07.2023 পর্যন্ত ।
- কেবলমাত্র ২০২৩, ২০২২ ও ২০২১ সালে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় স্বীকৃত বোর্ড থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীরাই ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে। কোন ছাত্র/ছাত্রী আগে ভর্তি হয়ে University Registration করে থাকলে এবং পরীক্ষায় বসলে সে ক্ষেত্রে বিশেষ অনুমতির সাপেক্ষে আবেদন করতে পারবে।
- আবেদনের জন্য কোনরকম ফি প্রদান করতে হবে না।
- এই অনলাইন ভর্তিপ্রক্রিয়ায় সর্বাধিক গুরুত্বপূর্ণ হল (১) ছাত্র-ছাত্রীদের নিজস্ব মোবাইল নম্বর (২) ছাত্র-ছাত্রীদের নিজস্ব ইমেল আইডি (যেগুলি ভবিষ্যতে কলেজ থেকে সমস্ত যোগাযোগের মাধ্যম হবে)।
- সর্বপ্রথম Apply Now বোতামে ক্লিক করে কয়েকটি প্রাথমিক তথ্য (Basic information) দিয়ে Register করতে হবে।
- এর পরের ধাপে Scanned recent Colour Passport size Photo (5 - 80 KB) এবং Signature (5 - 50 KB) আপলোড করুন।
- এর পরের ধাপে নিম্নলিখিত ডকুমেন্টগুলির অরিজিনাল (জেরক্স কপি স্ক্যান করে আপলোড করা যাবে না) স্ক্যান কপি আপলোড করতে হবে (প্রত্যেকটি কপি ২০০ KB এর মধ্যে) -
- মাধ্যমিকের এডমিট অথবা সার্টিফিকেট
- উচ্চমাধ্যমিকের এডমিট
- উচ্চমাধ্যমিকের মার্কশিট
- আধার কার্ড
- কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
- EWS সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
এর পরের ধাপে আবেদনকারীর যাবতীয় তথ্য প্রদান করতে হবে ।
কোর্স নির্বাচনের নিয়মাবলী :
- প্রত্যেক আবেদনকারীকে প্রথমে SINGLE MAJOR COURSE (পূর্বতন অনার্স কোর্স) অথবা MULTIDISCIPLINARY COURSE (পূর্বতন জেনারেল বা পাস কোর্স) নির্বাচন করতে হবে।
- পরবর্তী ধাপে DISCIPLINE OF COURSE নির্বাচন করতে হবে (যেমন B A (H/ H&R) or B SC (H/ H&R)
- পরবর্তী ধাপে PROGRAMME নির্বাচন করতে হবে (SINGLE MAJOR এর ক্ষেত্রে SUBJECT, MULTIDISCIPLINARY COURSE এর ক্ষেত্রে Humanities / Social Sciences / Life Sciences / Physical Sciences / Mathematics & Computer science)।
- নির্বাচিত SINGLE MAJOR COURSE এর জন্য দুটি (2) বিষয় নির্বাচিত করতে হবে MINOR - 1 এবং MINOR - 2 হিসেবে (পূর্বতন GE 1 & 2)।
- নির্বাচিত MULTIDISCIPLINARY COURSE এর জন্য মোট তিনটি (3) বিষয় নির্বাচন করতে হবে, যার মধ্যে প্রথম দুটি (2) MAJOR - 1 ও MAJOR – 2 (পূর্বতন DSC) এবং তৃতীয়টি MINOR (পূর্বতন DSC/GE) হিসেবে নির্বাচিত হবে।
- প্রথম ফর্মটি ঠিকঠাক তথ্য দিয়ে পূরণ করে সাবমিট করলেই আবেদনকারীর নির্দিষ্ট মোবাইলে ফর্ম নম্বর এবং বিষয় এসএমএস-এর মাধ্যমে জানতে পারবে যা পরবর্তীকালে আবেদনকারীর তথ্যাদি জানার জন্য প্রয়োজন। আবেদনকারীর কোন প্রকার ভুলের জন্য কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।